স্বাধীনতার জন্য


বৃহস্পতিবার,০৩/১০/২০১৯
1115

স্বাধীনতার জন্য

——————

চারিদিকে হা হা কার

ফুটছে টগবগ,গুলির শব্দ

মরছে ঝাক ঝাক,চিৎকার করছে

মানুষের আর্তনাদ।

মাটিতে লুটিয়া পড়ছে

শীতের বৃক্ষের ঝরা,

পাতার মতো লাশ

নেই কোন ঠিকানা

রক্তের গঙ্গা বয়েছে

এদেশে নদ নদীর কিনারায়।

অসহায় হচ্ছে দেশ

কিন্তু থামছে না,

বাংলা ছেলেদের ক্রোশ

স্বাধীন হচ্ছে এই বঙ্গ

ছেড়ে দিচ্ছে পাকিস্তান দের অষ্টাঙ্গ

শুধু স্বাধীনতার জন্য ,

স্বাধীন হলো এই বঙ্গ।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট