রক্তদানের মধ্য দিয়েই মা কে বরণ করলো গোয়ালতোড়ের কোলে পরিবার


বৃহস্পতিবার,০৩/১০/২০১৯
614

পশ্চিম মেদিনীপুর:- রক্তদানের মধ্য দিয়েই মা কে বরণ করে নিল গোয়ালতোড়ের কোলে পরিবারের সদস্যরা। গোয়ালতোড়ের মঙ্গলপাড়াতে নবীন কোলের হাত ধরে আজ থেকে ২৫১ বছর আগে কোলে বাড়িতে পারিবারিক দুর্গাপূজার সুচনা হয়েছিল। সেই থেকে এখনো একই রীতিনীতি মেনে কোলে বাড়ির সদস্যরা,পুজো করে আসছেন৷ তবে রক্তদানের মধ্য দিয়ে এই প্রথমবার কোলে বাড়ির সদস্যরা মা কে বরণ করে নিল৷ তাদের এই পারিবারিক রক্তদান শিবিরের সুচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা গিরিশ চন্দ্র বেরা।

এছাড়াও উপিস্থিত ছিলেন গড়বেতা -৩ ব্লকের বিডিও অভিজিৎ চৌধুরী, গড়বেতা,-৩ পঞ্চায়েত সমিতির সভাপিতি আকাশদীপ সিনহা, শিক্ষাবিদ হরিপ্রসাদ সরকার, বিধায়ক শ্রীকান্ত মাহাত প্রমুখ। পারিবারিক রক্তদান শিবিরের সুচনা করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এই রকম পারিবারিক পুজোকে কেন্দ্র করে রক্তদান শিবির করা সমাজের পক্ষে একটা ভালো লক্ষ্মণ। এর বার্তা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে যাবে। আমি এই কোলে পরিবার কে সাধুবাদ জানাই৷ কোলে পরিবারের এক সদস্য অমিত কোলে জানান ৫০ জন রক্তদাতা রক্তদান করেন আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট