গিধনী স্পোর্টিং এর পুজোয় এবার আমাজনের জঙ্গল থেকে বিশ্ব উষ্ণায়ন


বৃহস্পতিবার,০৩/১০/২০১৯
886

ঝাড়গ্রাম : জামবনী ব্লকের গিধনী স্পোর্টিং ক্লাবের পুজোর এবার ৭৫ তম বর্ষ1 ৭৩ বর্ষে পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা৷ আগের প্রকৃতি কে ফিরে পাবার আবেদন জানিয়ে এবছরের থিম ‘আমার প্রকৃতি ফিরিয়ে দাও ’৷ মন্ডপের সামনে দর্শনার্থীদের জন্য থাকছে দু’টি পৃথিবীর উপর সবুজ গাছ। তাতে বসে রয়েছে রঙিন পাখি৷ তারপরই মুল মণ্ডপ৷ দুটি পাহাড়ের মাঝে ৫০ ফুটের মা দুর্গার মুখের অবয়ব৷ মণ্ডপের ভিতরে ঢুকলেই ১ ০০ ফুট জুড়ে দেখা যাবে পরিবেশের কী কী প্রভাব পড়ছে৷ ওই ১০০ ফুট এলাকাজুড়ে দেখা যাবে আমাজানের পুড়ে যাওয়া জঙ্গল বিশ্ব উষ্ণায়ন, বরফ গলে জল হচ্ছে, চাষজমি ফেটে যাওয়ার চাষি চাষ করতে পারছে না, পশুপাখি মারা যাচ্ছে এসব দৃশ্যই থাকছে মূল আকর্ষন। পুজো কমিটির সভাপতি অচিন্ত্য কর বলেন, আগে প্রকৃতি যেমন ছিল, সেই প্রকৃতিকেই আমরা চাই৷ তা মণ্ডপে তুলে ধরা হচ্ছে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট