নিজস্ব প্রতিবেদনঃ চতুর্থীতেই রাজপথে নামল বহু সাধারন মানুষ। এই বছর বোধনের দুদিন আগেই মন্ডপে মন্ডপে দর্শনার্থিদের ভিড় দেখা গেল চতুর্থীর সন্ধ্যাতেই। বাঙালি সারা বছর শারদোৎসবের এই ক’টা দিনের অপেক্ষায় থাকে।এদিন শহর কলকাতার পুজো মণ্ডপ গুলি দর্শন করতে আসেন বহু সাধারন মানুষ। চতুর্থীর দিনেই মন্ডপে মন্ডপে জনতার ঢল ছিল চোখে পড়ার মত।
চতুর্থীর সন্ধ্যাতেই মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড়
বৃহস্পতিবার,০৩/১০/২০১৯
529
বাংলা এক্সপ্রেস---