মহাত্মা গান্ধীর দেড়শ তম জন্মবার্ষিকীতে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন
আমরা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত। সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই।
গান্ধীজি দেশে শান্তি ফিরিয়ে আনবার জন্য সব ধর্মের মানুষের কাছে আবেদন করেছিলেন। আমরা গান্ধী ভবনের অনেক উন্নয়ন করেছি।
গান্ধীজির নামে আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছি। ব্যারাকপুরে আমরা পর্যটন কেন্দ্র হিসাবে করার উদ্যোগ নিয়েছি। গান্ধীজির নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করছি।
দেশের আর নতুন করে উপদেশ দেওয়ার দরকার নেই। যারা উপদেশ দেওয়ার অধিকারী তারাই উপদেশ দিতে পারে। দেশের নেতা গান্ধীজি, নেতাজির মত হাওয়া উচিত। কোন দেশ নেতার রক্ত ছড়ানো উচিত নয়। স্বাভাবিক চিন্তা ধারণার মধ্যেই গান্ধীজি আমাদের মধ্যে বেঁচে আছেন।
দেশে গান্ধী গবেষণা আরো বৃদ্ধি পাক এটাই আমরা চাই।