Samsung এবার ভারতের বাজারে 64 এমপি ক্যামেরার স্মাটফোন


মঙ্গলবার,০১/১০/২০১৯
820

Samsung এবার ভারতের বাজারে 64 এমপি ক্যামেরার স্মাটফোন Samsung galaxy A70s লঞ্চ করেছে। Samsung ভারতে আরও একটি A সিরিজ স্মার্টফোন নিয়ে এসেছে। যা শুক্রবার, দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন প্রস্তুতকারক দেশে Galaxy A70s চালু করেছে। Samsung-এর A সিরিজের নয়া ফোনের স্পেসিফিকেশনে থাকছে 6.7-ইঞ্চি এফএইচডি + ইনফিনিটি-ইউ ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, 64 এমপি রিয়ার ক্যামেরা এবং 32 এমপি সেলফি ক্যামেরা, 4,500 এমএএইচ ব্যাটারি সঙ্গে 25W সুপারফেজ চার্জিং। আর স্টোরেজে রয়েছে দুটি ভেরিয়েন্ট। 6GB + 128GB স্টোরেজ এবং 8GB + 128GB স্টোরেজ। আর এই Samsung galaxy A70s-এর ভারতের বাজারে দাম 28,999 থেকে শুরু হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট