সারদা মামলায় স্বস্তিতে কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমার। শর্তসাপক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। ৫০ হাজার টাকা করে দুটো সিউরিটি বন্ডে ওই আইপিএস আধিকারিকের জামিন মঞ্জুর করা হয়েছে। এদিনের রায়ে হাইকোর্ট বলেছে, সবদিক খতিয়ে দেখে মনে করা হচ্ছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে মনে করছে আদালত। তাই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হল। তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পেলে রাজীব কুমারকে হাজিরা দিতে হবে বলে রায়ে স্পষ্ট জানিয়েছে বিচারপতি সইদুল্লা মুন্সি ও শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। তবে হাজিরার জন্য রাজীব কুমারকে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে বলে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজীব কুমারকে শর্তসাপক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট
মঙ্গলবার,০১/১০/২০১৯
694