নিজস্ব প্রতিবেদনঃ ঝকঝকে আকাশে তুলো তুলো মেঘ উড়িয়ে; হালকা, কখনো জোরালো বাতাসে নদীর ধারের সাদা কাশের বন দুলিয়ে, টুপটাপ ঝরতে থাকা শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে- শরতের আগমন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা । দক্ষিণের মতো উত্তর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও চলছে জোরদার প্রস্তুতি। কোথাও থিম, আবার কোথাও সাবেকিয়ানার ছোঁয়া প্রতিমা ও মণ্ডপে। শহর কলকাতা সহ জেলা জুড়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। সব মিলিয়ে জমজমাট প্রতিটি পুজো মণ্ডপ। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির কারনে নাজেহাল হয়ে উঠেছিলেন শহরতলির মানুষ। আজ সকাল থেকে রোদেলা আকাশ, ঝিলমিলে রোদ্দুর, মন ভালো করে দিল সকলের।
পুজো একেবারে দোরগোড়ায়। কোথাও থিম, আবার কোথাও সাবেকিয়ানার ছোঁয়া প্রতিমা ও মণ্ডপে।
মঙ্গলবার,০১/১০/২০১৯
886
বাংলা এক্সপ্রেস---