শালিমার স্টেশনের নির্মীয়মাণ শেড ভেঙে আহত ছয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
প্লাটফর্মে উপর শেড তৈরি হচ্ছিল। সেই শেড সোমবার দুপুরে আচমকা ভেঙে যায় সম্পূর্ণভাবে। শেডের তলায় একাধিক সাইকেল ও বাইক ছিল। সেগুলিও ভেঙে গিয়েছে। জানা গিয়েছে, প্ল্যাটফর্মে শেড তৈরির কাজ চলছিল। কিন্তু হঠাৎ সেই নির্মীয়মাণ শেড ভেঙে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকজন ওই শেডে কাজ করছিলেন। তার মধ্যে পাঁচজন চাপা পড়ে যান। আর একজন নিজেকে বাঁচাতে পালানোর চেষ্টা করলে সেখানে ইলেকট্রিকের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনিও আহত হন।
এই ঘটনায় রেল ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে স্থানীয়রা। তাদের অভিসযোগ দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকার পরেও কেউ উদ্ধারকার্যে আসেনি। পরে গ্যাসকাটার দিয়ে শেড কেটে উদ্ধারকাজ চালানো হয়। ট্রেন চলাচল স্বাভাবিকের চেষ্টা হছে। বড় সড় দুর্ঘটনা এড়াতে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।