পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ‘বাংলায় বাপু'( Bapu in Bengal) শীর্ষক চিত্র প্রদর্শনী আজ থেকে বিধান ভবনের সামনে শুরু


মঙ্গলবার,০১/১০/২০১৯
845

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ‘বাংলায় বাপু'( Bapu in Bengal) শীর্ষক চিত্র প্রদর্শনী আজ থেকে বিধান ভবনের সামনে শুরু হলো।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আজ এই প্রদর্শনীর উদ্বোধন করে বলেন,বহুত্ববাদের ভিত্তিভূমি এই ভারতবর্ষে ‘গান্ধী চর্চা’ আজ যথেষ্ট প্রাসঙ্গিক।

সেইজন্য জন্মসার্ধশতবর্ষে মহাত্মা গান্ধীকে বাংলার
প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে সারা বছর ব্যাপী প্রদেশ কংগ্রেস কর্মসূচি গ্রহণ করেছে বলেও সোমেন বাবু উল্লেখ করেন।

এদিকে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়,অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকার এর পাশাপাশি বামফ্রন্ট নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের উপস্থিতি নিঃসন্দেহে রাজ্যে আগামীদিনে প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যের পথকে আরো সুগম করে তুললো।

বিমান বসু এদিন বলেন, বহুত্ববাদের প্রসারে এবং সাম্প্রদায়িক হানাহানি রুখতে গান্ধীর ভূমিকা চিরস্মরণীয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট