হাওড়া: দূর্গা পুজার খুশিতে মেতে উঠতে দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ফেসবুক গ্রুপের সদস্যরা।আকাশে বাতাসে বেজে উঠেছে শারদীয়ার গান।এতো আনন্দের মাঝে সমাজের বসবাসকারী এমন অনেক দুঃস্থ মানুষ আছেন যারা অর্থের অভাবে পুজোয় নতুন কোন বস্ত্র কিনে উঠতে পারেননি। তাদের কাছে পুজোর খুশি বলতে কিছুই নেই। আর এই সমস্ত মানুষদের কাছে পুজোর খুশি ভাগ করে নিতে এগিয়ে এলেন আলোর দিশা ফেসবুক গ্রুপের সদস্যরা।
গ্ৰুপের সদস্যরা সোমবার হাওড়ার ডুমুরজলা সর্বহারা কলোনিতে ৭০ জন দুঃস্থ পরিবারের বাচ্চাদের নতুন বস্ত্র তুলে দেন।গ্ৰুপের কর্মকর্তা রহিত কাঁড়ার,মৌ ভট্টাচারিয়া,সুপর্ণা নন্দী,কৌশিক বোসরা জানিয়েছেন, প্রতি বছর পুজোর আগে আমরা দুঃস্থদের বস্ত্র বিতরন করি। আমরা তো পূজোতে নানা রকম ভাবে আনন্দ করি, কিন্তু তার মাঝে ভুলে যায় ওই সব মানুষগুলির কথা। এই উৎসবের মরশুমে সামান্য কিছু বস্ত্র দিয়ে তাদের মুখে যদি হাসি ফোটানো যায় তবেই তো যথাযথভাবে পুজো সার্থক হয়।
দুঃস্থদের নতুন বস্ত্র তুলে দিলেন ফেসবুক গ্রুপের সদস্যরা
মঙ্গলবার,০১/১০/২০১৯
665