প্রাক্তন রেল মন্ত্রী তথা বর্তমানে বিজেপির অন্যতম নেতা মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে সিবিআই রবিবার পৌঁছে যান সিবিআইয়ের গোয়েন্দারা। সঙ্গে নিয়ে যান ধৃত এসএমএইচ মির্জাকে। নারদা তদন্তে এদিন ঘটনার পুনর্নির্মাণের জন্য মুকুল রায়ের ফ্ল্যাটে আনা হয় মির্জাকে। সূত্রের খবর, এসএমএইচ মির্জা সিবিআইয়ের জেরায় দাবি করেন, এই ফ্ল্যাটেই মুকুল রায়ের সঙ্গে তার কথা হয়েছিল এবং তিনি এখানেই তৎকালীন ওই তৃণমূল নেতার হাতে টাকা তুলে দেন। সেই ঘটনার পুনর্নির্মাণের জন্যই রবিবার সকালে মুকুল রায়ের বাড়িতে সিবিআই। সিবিআই সেই ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি পুরো ঘটনার ক্যামেরাবন্দি করে । উল্লেখ্য, নারদা তদন্তে গতকালই নিজাম প্যালেসে সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছিলেন মুকুলবাবু।
ঘটনার পুনর্নির্মাণের জন্য মির্জাকে নিয়ে মুকুলের ফ্ল্যাটে সিবিআই
রবিবার,২৯/০৯/২০১৯
613