রবিবারে জমজমাট পুজোর বাজার


রবিবার,২৯/০৯/২০১৯
964

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আজ রবিবার, পুজোর আগে শেষ রবিবারে জমজমাট পুজোর বাজার। দিনকয়েক ধরেই মন ভালো নেই বাঙালির। যখন তখন আকাশের মুখ ভার। হুড়মুড়িয়ে নামছে বৃষ্টি। বৃষ্টি থামতেই আবার জমজমাট পুজোর বাজার। হাতিবাগান থেকে গড়িয়াহাট সর্বত্র ভিড় রয়েছে চোখে পড়ার মত।  তাই এদিনও একটু বেলা বাড়তেই কলকাতায় পুজোর কেনাকাটা জমজমাট। পুজোর আগে শেষ রবিবার। কেনাকাটার শেষ লগ্নের সন্ধ্যাতে উপচে পরছে ভিড়। হাতিবাগান, গরিয়াহাট, নিউ মার্কেট চত্বর সর্বত্র একই ছবি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট