Hp এবার Chromebook x360 12b, x360 14b চালু করার ঘোষণা করেছে। ভারতীয় বাজারে Chromebook x360 চালু করার এক মাস আগে চালু করে ছিল Hp। আর এবার তারি প্রসারতা বাড়াতে Chromebook x360 12b, x360 14b চালু করার কথা ঘোষনা করলো সংস্থা।
জানাগিয়েছে Hp Chromebook x360 12b ল্যপটপে 1366 x 912 পিক্সেলের রেজোলিউশন সহ 12 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে এবং x360 14b ল্যপটপে 1366 x 768 পিক্সেল রেজোলিউশন সহ 1466 ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে।
সেই সাথে সাথে জানাগিয়েছে এই দুই ল্যপটপের স্পেসিফিকেশন। Chromebook x360 12b-এ সম্ভাবত থাকতে পারে 4 গিগাবাইট এলপিডিডিআর 4 র্যাম এবং 32 জিবি স্টোরেজ সহ এন 4000 একটি ইন্টেল সেলেরন। আর Chromebook x360 14b ল্যপটপটিতে থাকতে পারে 128 গিগাবাইট পর্যন্ত স্টোরেজ এবং 4 জিবি র্যাম সহ পেন্টিয়াম কোয়াড-কোর প্রসেসর।