LG এবার ভারতের বাজারে লঞ্চ করেছে LG Q60


রবিবার,২৯/০৯/২০১৯
803

LG এবার ভারতের বাজারে LG Q60 লঞ্চ করেছে। এলজি ভারতে তার কিউ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন LG Q60 চালু করেছে। LG-র এই নয়া ফোনটি 1 অক্টোবর থেকে সমগ্র ভারতে অনলাইন এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে। আর এই LG Q60 স্মার্টফোনের স্পেসিফিকেশন হল। থাকছে 1520 × 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.26-ইঞ্চির এইচডি + ফুলভিশন ডিসপ্লে, 3 গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি 22 প্রসেসর, রিয়ার ক্যামেরা 16 এমপি + 2 এমপি + 5 এমপি এবং সেলফি ক্যামেরা 13-মেগাপিক্সেল, 3500 এমএএইচ ব্যাটারি,অ্যান্ড্রয়েড 9.0 পাই অপারেটিং সিস্টেম,এছাড়ও থাকছে 3 জিবি র‌্যাম এবং 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। আর এই LG Q60 স্মার্টফোনের দাম 13,490 টাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট