এবার হাওড়া-সহ ৫০টি রুটের ট্রেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিধান্ত নিল কেন্দ্র


রবিবার,২৯/০৯/২০১৯
688

ভারতের প্রধানমুন্ত্রী নরেন্দ্র মোদী এবার সিদ্ধান্ত নিলেন যে দেশে রেল পরিচালন ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। তাই আজ অর্থাৎ শনিবার রেল মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে প্রাথমিক ভাবে ৫০টি রুটকে চিহ্নিত করা হয়েছে। আর এই বিষয়টা বিগত কয়েক দশকের ইতিহাসের এটি দৃষ্টান্তমূলক পরিবর্তন। যা করতে চলেছে প্রধানমুন্ত্রী নরেন্দ্র মোদী। রেল মন্ত্রক সূত্রে খবর, নরেন্দ্র মোদী সরকার রেল পরিচালন ব্যবস্থাকে বেসরকারিকরন করছে তার মূল কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথা যাত্রীদের আধুনিক পরিষেবা দেওয়ার জন্য।

যদিও জানা গিয়েছে মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে রেলের ইউনিয়নগুলি। তাদের বক্তব্য, বেসরকারি সংস্থার হাতে গেলে ভাড়া তো বাড়বেই, সঙ্গে ওই সব ট্রেনে ছাড় পাবেন না রেলের কর্মী, প্রবীণ কিংবা দুরারোগ্য রোগে আক্রান্ত যাত্রীরা। আর যে ৫০টি রুটকে চিহ্নিত করা হয়েছে তা হল হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বই, হাওড়া-চেন্নাই, দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই ছাড়াও একাধিক স্বল্প দৈর্ঘ্যের রুট। বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা ভাবা হয়েছে কলকাতা-মুম্বই লোকাল ট্রেন পরিষেবার একাংশও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট