উৎসবের মাঝেই ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস বাংলায়। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আর এই উৎসব বাঙালির একেবারেই দোরগোড়ায় এসেগিয়েছে। আর এই সময় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছেন যে একঠি নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার প্রোকপে আগামী তিন দিন পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চালের বিভিন্ন এলাকায় গভীর থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানিছেন হাওয়া অফিস। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়-সহ ভারী এবং অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উৎসবের মাঝেই ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস বাংলায়
রবিবার,২৯/০৯/২০১৯
579