লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে গুঞ্জন, তর্পণেও রাজনীতির রং !


রবিবার,২৯/০৯/২০১৯
1166

মহালয়ার পুণ্য তিথিতে গঙ্গার ঘাটে ঘাটে ছিল মানুষের ভিড়। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই দিন। মহালয়া থেকেই শুরু হয় দূর্গোৎসবের আনন্দে গা ভাসানো। ইহ জগত ছেড়ে চলে যাওয়া পিতৃপুরুষদের উদ্দেশ্যে এদিন তর্পণ করেন হাজার হাজার মানুষ। এদিন বিজেপির হুগলির সাংসদ তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ও মহালয়ার পুণ্য তিথিতে তর্পণের মাধ্যমে স্মরণ করলেন চিরতরে হারিয়ে যাওয়া প্রিয়জনদের। আর তাঁর এই প্রিয়জনদের মধ্যে ছিল নিজের দল ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে যারা মানুষের জন্য বলিদান দিয়েছেন তাঁরাও। সেইসব প্রয়াত রাজনৈতিক কর্মীদেরস্মরণে তর্পণ করেন লকেট। সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন বিজেপির এই সাংসদ।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তর্পণ করে থাকেন এই মহালয়ার পুণ্য তিথিতে। তবে মৃত পিতৃপুরুষের স্মরনেই সীমাবদ্ধ থাকে সেই তর্পণ। রাজনৈতিক মহলের একাংশের মত, এইভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য তর্পণ এমন কথা কেউ বলেন না। তাই এদিনের লকেটের এই মন্তব্য ঘিরে তাই নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ বলছেন তর্পণেও এবার রাজনীতির রং লাগল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট