আজ মহালয়া। মহালয়া মানেই মহাপুজোয় মনের ঢাকে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আনন্দের জোয়ারে গা ভাসানো। শুভ মহালয়া থেকে শুরু দেবীপক্ষের, পিতৃপক্ষ শেষ। এদিনও ভোরের আলো ফুটতে না ফুটতেই ভিড় জমে যায় গঙ্গার ঘাটে ঘাটে। কলকাতা শহরের প্রত্যেকটি গঙ্গার ঘাটে এদিন থিকথিকে ভিড় ছিল। তর্পণের উদ্দেশে গঙ্গার পাড়ে ভিড় জমায় অগনিত মানুষ। ইহ জগত ছেড়ে চলে যাওয়া পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করেন তাঁরা। এদিন তিলজল দান করে থাকেন বংশধরেরা। তর্পণের মাধ্যমে স্মরণ করা হয় চিরতরে হারিয়ে যাওয়া প্রিয়জনদের।
শাস্ত্রমতে, দেবীপক্ষের আগে কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ তাঁরা উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার অপেক্ষা করেন। মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই হল তর্পণ৷ তাই এদিন ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে ভিড় জমান পুণ্যার্থীরা৷ পুণ্যলাভের আশা নিয়ে তাঁরা জলদান করে উত্তরসূরিদের তৃপ্ত করেন।