মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলায় এনআরসি হতে দেবেন না। শনিবার ভগৎ সিংহের জন্ম দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। এদিন কলকাতার মিন্টো পার্কে ভগৎ সিংহের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তৃণমূলের এই বিধায়ক। এদিন বিজেপি এবং সিপিএমকে কড়া ভাষায় নিন্দা করেন তিনি। ইদ্রিস আলি বলেন, এনআরসি-র নাম করে বিজেপি মানুষে-মানুষে বিভাজন ঘটাতে চাইছে। কিন্তু বাংলার মানুষ তা কোনদিনই মেনে নেবেন না।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি দিলীপ ঘোষ ও মোহাম্মদ সেলিমের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। বিজেপি বাংলায় এনআরসি লাগু করার হুংকার দেওয়ার কারণেই অনেক মানুষ আত্মহত্যা করেছেন বলে মন্তব্য করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা নিয়ে যে মন্তব্য করেছিলেন তার কড়া প্রতিক্রিয়া দিয়ে ইদ্রিস আলি বলেন বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবেন।