নিজস্ব প্রতিবেদনঃ আজ মহালয়া, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডী পাঠ, শুনেই জেগে উঠেছে বাঙালি। তারপর থেকেই ঘাটে ঘাটে চলছে তর্পণের পালা। পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর ভিড় সামাল দিতে গঙ্গার ঘাটে বাড়ানো হয়েছে নিরাপত্তা।সব মিলিয়ে এক অনন্য অসাধারণ আবহের সৃষ্টি। আজ মহালয়া। পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের শুভ সূচনা।
এই দিনটিতে গঙ্গার ঘাটে ঘাটে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে তর্পণ করেন অনেকেই। তাই সকাল থেকে বহু মানুষের জমায়েত গঙ্গায়। ভোর থেকে পা ফেলার জায়গা নেই বাগবাজার, শোভাবাজার, আহারিটোলার ঘাটে।