Google তার 21 তম জন্মদিনটি একটি ডুডল দিয়ে উদযাপন করে


শনিবার,২৮/০৯/২০১৯
807

Google তার 21 তম জন্মদিনটি একটি ডুডল দিয়ে উদযাপন করে। Google 1998 সালে সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখন বিশ্বের 100 টিরও বেশি ভাষায় নিজেকে প্রতিস্ট করতে পেরেছে। আর আজ Google-এর জন্মদিনটি একটি ডুডল সহ উদযাপিত হয়েছে। তবে এই ডুডলের একটি সময়সীমা রয়েছে সেটি হল 1998 সালের 27 শে সেপ্টেম্বর1998 তারিখ।1998 সালে এই ব্রিন এবং পেজ একটি “বড় আকারের সার্চ ইঞ্জিন” এর প্রোটোটাইপ চালু করার বিষয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন। যেখানে তাঁরা তাদের সিস্টেমের নাম Google বেছেছিলেন কারণ Google বা 10100 এর একটি সাধারণ বানান এবং যা তাদের লক্ষ্যটির সাথে ভাল মানায়, আর তাদের লক্ষ্য হল খুব বড় আকারের সার্চ ইঞ্জিন তৈরি করা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট