Xiaomi দিওয়ালিতে MI সহ বিষেশ ছাড় দিচ্ছে তার কয়েকটি স্মাটফোনে


শনিবার,২৮/০৯/২০১৯
1430

Xiaomi দিওয়ালিতে MI সহ বিষেশ ছাড় দিচ্ছে তার কয়েকটি স্মাটফোনে।Xiaomi ২৮ শে সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ভারতে এমআই বিক্রয় সহ বিষেশ ছাড় দেওয়া কথা ঘোষণা করেছে।Xiaomi রেডমি স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ব্যান্ড, ইয়ারফোন, পাওয়ার ব্যাংকগুলিতে ৮০ শতাংশ অবধি ছাড় দেবে। বিষেশ করে Redmi K20 ও K20pro এবং Redmi Note 7S স্মাটফোনে। আর গ্রাহকরা যদি এইচডিএফসি ব্যাংক কার্ড এবং ইপিআই প্রদানের মাধ্যমে লেনদেন করে সে ক্ষেত্রে 10 শতাংশ তাত্ক্ষণিক ছাড় পাবেন। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে MI TV 4 A pro, MI TV 4C pro, এমআই ইয়ারফোনস, এমআই পাওয়ার ব্যাংক 2i, এমআই পকেট স্পিকার, এমআই ব্যান্ড 3 এবং এমআই ট্র্যাভেল ব্যাকপ্যাকটিতে ছাড়।

তা ছাড়া জানাগিয়েছে যে,Xiaomi এমআই ব্যান্ড 4 এবং Redmi K20-এ 1 ফ্ল্যাশ বিক্রয় হোস্ট করবে। আর দিওয়ালি সোনার রাশ সামগ্রী রয়েছে যেখানে ব্যবহারকারীরা 2 কোটি টাকার কুপন জয়ের সুযোগটি খেলতে পারবেন। দিওয়ালি সোনার রাশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এমআই স্টোরটিতে হবে এছাড়াও একটি এমআই এক্সচেঞ্জ প্রোগ্রাম রয়েছে যা ব্যবহারকারীরা তাদের পুরানো স্মার্টফোনগুলি বিনিময়ে এবং একটি নতুন স্মার্টফোন পেতে পারে। অন্যান্য অফারের মধ্যে রয়েছে এমআই এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এমআই প্রোটেক্ট, এমআই স্ক্রিন প্রোটেক্ট এবং এমআই গিফট কার্ড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট