খুব শিগগিরই ভারতের বাজারে লঞ্চ হবে Redmi 8


শনিবার,২৮/০৯/২০১৯
1106

খুব শিগগিরই ভারতের বাজারে লঞ্চ হবে Redmi 8 । Xiaomi যে ভাবে ভারতের বাজারে একের পর এক বিভিন্ন সিরিজের স্মাটফোন নিয়ে আসছে তা বাজারকে দাপিয়ে বেড়াচ্ছে। তবে মডেলগুলির দামের ক্ষেত্রে ততটা হাই নেই। আর এবার চীনের টেনা শংসাপত্রের ওয়েবসাইটের মাধ্যমে জানাগিয়েছে খুব শিগগিরই ভারতে Redmi 8 নিয়ে আসছে Xiaomi ।

সেই সাথে সাথে জানাগিয়েছে এই ফোনের স্পেসিফিকেশনও। সম্ভাবত Redmi 8-এ থাকছে 6.26-ইঞ্চি এইচডি + 2.5 ডি কার্ভড গ্লাস ডট-নচ ডিসপ্লে, 2GHz অক্টা-কোর স্ন্যাপড্রাগন 439 চিপসেট প্রসেসর, ডুয়াল রিয়ার ক্যামেরা, 12-মেগাপিক্সেল সহ একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা, সামনের দিকে 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 এমএএইচ ব্যাটারি সঙ্গে 10W ফাস্ট চার্জিং, অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের অপারেটিং সিস্টেম, আর থাকছে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট 16 জিবি স্টোরেজ সহ 2 জিবি র‌্যাম, 32 জিবি স্টোরেজ সহ 3 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ সহ 4 জিবি র‌্যাম। এছাড়া ফোনটিতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত স্টোরেজ প্রসারিত করা যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট