বন্যপ্রাণের সচেতনতায় পুজামণ্ডপে ট্যাবলো


শুক্রবার,২৭/০৯/২০১৯
586

বন্যপ্রাণ সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল রাজ্য বনদপ্তর। সেই সচেতনতার ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হচ্ছে শহরের বড় বড় দুর্গা পুজো কমিটি গুলিকে। লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমবে যেসব পূজামণ্ডপে তেমন অনেকগুলি পূজামণ্ডপে দেখা যাবে বন্যপ্রাণ সচেতনতারর বার্তা। বন্যপ্রাণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গের বন দফতরের বন্যপ্রাণ শাখার উদ্যোগে আজ থেকে কলকাতা শহরে ঘুরে বেড়াবে একটি ট্যাবলো গাড়ি।আজ অরণ্য ভবন থেকে মন্ত্রী ব্রাত্য বসুর হাত দিয়ে তার শুভ সূচনা করা হয়।

আজ থেকে সচেতনতা মূলক বার্তা নিয়ে শহরের বিভিন্ন পুজো মণ্ডপের কাছে থাকবে এই ট্যাবলো।এই গাড়িতে লেখা থাকছে বন্যপ্রাণ সম্পর্কে নানা সচেতনতা মূলক বার্তা।শুধু তাই নয় মানুষের হাতে দেওয়া হবে লিফলেট।পুজোর দিন গুলোতে বিভিন্ন পুজো মণ্ডপে প্রচুর মানুষের ভিড় থাকে আর সেই কারণে অনেক বেশি মানুষের কাছে এই বার্তা নিয়ে পৌঁছনো যায় ।তাই এই সিদ্ধান্ত এমনটাই বন দফতরের আধিকারিক দের দাবি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট