পুজোর মুখে টালা ব্রিজে নিষিদ্ধ হচ্ছে বড় গাড়ি, অনুমতি শুধু ছোট গাড়ি


শুক্রবার,২৭/০৯/২০১৯
763

পুজোর আগেই টালা ব্রিজে বসছে হাইটবার। চলাচল বন্ধ হয়ে যাচ্ছে বড় গাড়ির। চলবে কেবলমাত্র ছোট গাড়ি। বিভিন্ন বিভাগের আধিকারিকরা মিলে নবান্নে বৈঠকে স্থির করেছেন গাড়ি চলাচল কিভাবে হবে।

তবে এখনই ভাঙ্গা হচ্ছে না টালা ব্রিজ। বৃহস্পতিবার নবান্নে এক জরুরি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নবান্নে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনেরর ডি আর এম , পর্যটন সচিব, কেএমডিএ-র সিইও, কলকাতা পুলিশ কমিশনার,ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা, পি ডব্লিউ ডি- র চিফ ব্রিজ ইঞ্জিনিয়ার এবং রেলের চিফ ব্রিজ ইঞ্জিনিয়ার। প্রাথমিকভাবে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গা পুজোর আগে টালা ব্রিজে বসানো হচ্ছে হাইট বার। এই মুহূর্তে ভাঙ্গা হচ্ছে না এই ব্রিজ। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আবারও অন্য সংস্থাকে দিয়ে পরীক্ষা করিয়ে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ব্রিজ ভাঙ্গার ব্যাপারে। অন্যদিকে যানচলাচলে যাতে কোন অসুবিধা না হয় তা নিয়ে নতুন ম্যাপ তৈরি করছে প্রশাসন। তবে দুর্গা পুজোর আগেই এই নতুন পথে গাড়ি চালানো হবে বলে নবান্ন সূত্রে খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট