দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে, জনপ্রিয় পূজো মন্ডপগুলি পরিদর্শন করলেন শহরের নগরপাল অনুজ শর্মা


শুক্রবার,২৭/০৯/২০১৯
646

দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে। শেষ মুহূর্তে দাঁড়িয়ে শহরের জনপ্রিয় পূজো মন্ডপগুলি পরিদর্শন করলেন শহরের নগরপাল অনুজ শর্মা। একডালিয়া এভারগ্রীন দিয়ে শুরু হয় পরিদর্শন। এরপর একে একে দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রনী, সুরুচি সংঘ, বেহালা নূতন দল ও নাকতলা উদয়ন সংঘের পুজো মন্ডপ পরিদর্শন করেন তিনি।এরপর যান উত্তর কলকাতায়। সেখানেও কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন অনুজ শর্মা। মূলত নিরাপত্তার দিকে বিশেষ জোর দেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বছর থেকে ভিআইপি পাস থাকছে না তাই ভিড় এড়াতে কি কি ব্যবস্থা নিতে পারে পুজো কমিটিগুলোর সঙ্গে সে বিষয়ে কথা হয় তাঁর। এর পাশাপাশি এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট গুলো দেখে নেয়। এছাড়া সিসিটিভি ক্যামেরা কোন কোন জায়গায় লাগানো হবে সেদিকেও নজর দেন তিনি। খতিয়ে দেখেন বিদ্যুৎ সংযোগ ও অগ্নি-নির্বাপন ব্যবস্থাও। এছাড়া আজ বিকেলে দমকলের তরফ থেকেও পরিদর্শন করা হবে এই মন্ডপ গুলিতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট