এবার জলের দামে ভারতে চালু হয়েছে vivo U10 স্মাটফোন। vivo যে ভাবে ভারতীয় বাজারে একের পর এক বিভিন্ন সিরিজের স্মাটফোন লঞ্চ করছে তা প্রায়ই বাজার দাপিয়েছে। আর এবার সংস্থা U সিরিজের নয়া ফোন vivo U10 ভারতীয় বাজারে লঞ্চ করছে। আর এই নয়া ফোনে থাকছে 6.35-ইঞ্চি এইচডি + (720×1544 পিক্সেল) আইপিএস হ্যালো ফুলভিউ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এআইই এসসি প্রসেসর, 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5,000 এমএএইচ ব্যাটারি সঙ্গে 18 W ফাস্ট চার্জিং।
আর এই ফোনের স্টোরেজে থাকছে দুটি ভেরিয়েন্ট, একটি 3 জিবি র্যাম + 32 জিবি স্টোরেজ যার দাম 8,990 টাকা। এছাড়াও 3 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ অপশনটি রুপিতে রয়েছে। অন্যটি 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ যার দাম 10.990 টাকা। ফোনটি বৈদ্যুতিন নীল এবং থান্ডার ব্ল্যাক রঙের বিকল্পগুলিতে পাওয়া যাবে এবং 29 সেপ্টেম্বর থেকে Amazon.com এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হবে।