আগামী ১ অক্টোবর থেকে কলকাতা হাইকোর্ট সহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে প্লাস্টিক নিষিদ্ধ।
বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণের পক্ষে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রবীন্দ্রনাথ সামন্ত একথা জানান। তিনি আরও বলেন, ‘প্লাস্টিকের জন্য পরিবেশ দূষিত হচ্ছে। আইনী পরিষেবার সাথে যারা যুক্ত তাদের সকলকে নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা হবে হাইকোর্টের সভা কক্ষে। আইনজীবী সহ আইনী পেশার সাথে যুক্ত সকলকে এই সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
প্লাস্টিক নিষিদ্ধ কলকাতা হাইকোর্টে
বুধবার,২৫/০৯/২০১৯
738