পশ্চিম মেদিনীপুর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দুশো বছরের অনুষ্ঠানের সূচনা করার জন্যে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বীরসিংহ গ্রাম থেকে নাম না করে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী জানান, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে দিয়ে গিয়েছিল একদল উন্মত্ত দানব৷ এর পর অকালবোধনের মতো বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করতে হয়েছে আমাদের৷ এভাবে মূর্তি ভেঙে ইতিহাস ভাঙা যাবে না৷ বাংলায় ইতিহাস ভুলিয়ে দিতে পারবে না৷ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর আমরা মূর্তি গড়ে দিয়েছি৷ বিদ্যাসাগরের নামে একাডেমি করা হয়েছে৷ বিদ্যাসাগরের সেমিনারের জন্য কলেজগুলিকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে৷ আগামী ২৬ সেপ্টেম্বর সমস্ত স্কুলগুলিতে বিদ্যাসাগরের জন্মদিন উদযাপনের বার্তাও দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানান, বাংলার মাটিকে ভয় দেখানও যাবে না৷ বাংলার মাটিকে জব্দ করা যাবে না৷ কারণ এই বাংলার মাটিতে বহু প্রতিভার জন্ম হয়েছে৷ দেশ স্বাধীন করার জন্য এই বাংলার মাটিতে প্রথম বিদ্রোহ হয়েছিল৷ ফলে বাংলারকে হেলাফেলা করলে চলবে না বলেও জানান তিনি৷
বিদ্যাসাগরের মূর্তি ভাঙে দিয়ে গিয়েছিল একদল উন্মত্ত দানব : মুখ্যমন্ত্রী
বুধবার,২৫/০৯/২০১৯
634