আকাশে বাতাসে আগমনীর সুর।


বুধবার,২৫/০৯/২০১৯
2498

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ বর্ষার অবসানে স্নিগ্ধ-শান্ত শরতের আগমন। আকাশজুড়ে সাদা মেঘের আনাগোনা আর নদীর তীর জুড়ে কাশফুলের দোলা , আকাশে বাতাসে আগমনীর সুর। আর কিছুদিনের অপেক্ষা  দেবী আগমনের সময় একেবারেই আসন্ন।আগমনী সুর যেন এখনই ভাসছে সোনা রোদের ঝিলিকে, নীল আকাশে, পেঁজা তুলো মেঘে।

আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো তাই পুজো প্রস্তুতি একেবারে তুঙ্গে। কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।হাতে আর মাত্র কয়েকটা দিন। কুমোরটুলিতে শিল্পীরা তুলির রঙে গড়ে চলেছেন প্রতিমা।

কুমোরটুলিতে এখন তাই তত্‍পরতা তুঙ্গে। প্রতিমা তৈরির জন্য এতটুকু বিশ্রামের সময় নেই শিল্পীদের। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার পরেই আলোর উত্সবে মাতবে গোটা দেশ। তাই কুমোরটুলি জুড়ে এখন চরম ব্যস্ততার সঙ্গে চলছে প্রতিমা তৈরির কাজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট