আকাশে বাতাসে পুজোর আমেজ,


বুধবার,২৫/০৯/২০১৯
2661

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আর কিছুদিনের অপেক্ষা , আকাশে বাতাসে আগমনীর সুর। দেবী আগমনের সময় একেবারেই আসন্ন।আগমনী সুর যেন এখনই ভাসছে সোনা রোদের ঝিলিকে, নীল আকাশে, পেঁজা তুলো মেঘে।

আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো তাই পুজো প্রস্তুতি একেবারে তুঙ্গে। পুজোর শপিং তো জোর কদমে চলছে। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। পুজো যত এগিয়ে আসছে, ততই শহর জুড়ে বাড়ছে ব্যস্ততা।

পুজোর কেনাকেটার ভিড় উপচে পড়ছে বিভিন্ন দোকানে। ব্যাস্ততা বাড়ছে কুমোরটুলিতেও। সাজো সাজো রব পুজো প্যান্ডেলগুলিতেও।বর্ষার শেষ, শরৎ এর শুরু-চারিদিকে নীল আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে ভেসে বেড়ানো কাশফুল, শিউলি ফুল এর গন্ধ জানান দিচ্ছে ‘মা -আসছে ‘।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট