অহংকার -এন.কে.মণ্ডল (নবম পর্ব)


মঙ্গলবার,২৪/০৯/২০১৯
1592

অহংকার -এন.কে.মণ্ডল
(নবম পর্ব)

–ঠিক আছে আসছি তুমি খাবার রেডি করো।

প্রথমে সুজন কাকা রিনা অর্থাৎ ছোট মেয়ের কাছে গেলো। কি মামনি, কি করছো

–রিনা: এই তো বাবা কার্টুন দেখছি,

–সুজন: খেয়েছো তো নাকি,

–রিনা: হ্যাঁ বাবা,

বাবা একটা কথা বলব। হ্যাঁ বলো। বলছি যে আমি বেড়াতে যেতে চাই, কোথায় বেড়াতে যাবে,কার সঙ্গে।
–রিনা: স্কুল থেকে পিকনিক করতে যাচ্ছে।

–সুজন: তো কয়দিনের পিকনিক।
–রিনা: সপ্তাহ খানেক হবে তো বটেই। দার্জিলিং বলে কথা।

–সুজন: সে যাও কিন্তু নিজের দিকে খেয়াল রাখবে, আর কোনো ছেলের সঙ্গে মিসবে না। এখনকার ছেলেরা খুব একটা ভালো না।
–রিনা: ঠিক আছে বাবা,তাই হবে।

সুজন কাকা এবার রিনার কাছ থেকে বড় মেয়ে তথা রিয়ার কাছে গেলো এবং টোকার আগে সুজন কাকা বলল।

–সুজন: নমস্কার, ম্যাডাম।
–রিয়া: হ্যাঁ নমস্কার, তো বলুন আপনার জন্য আমি কি করতে পারি। আমার কাছে আসা মানে কোনো মতলব আছে নিশ্চয়, কোনো টাকা ধার টার মন হয়।
–সুজন: না ম্যাডাম, আমার কোনো টাকার দরকার নেই, আমি মানে আমার একটা রোগ হয়েছে সারাতে চাই।

–রিয়া: ওহ তো কি রোগ বলুন, আমি যদি কোনো কিছু করতে পারি।

–সুজন: না মানে আমার দুটি মেয়ে আছে বিবাহযোগ্য। যদি আপনি কিছু সাহায্য টাহায্য করেন তো উপকৃত হয়।

–রিয়া: না না ওসব আমি পারব না, আমি অত্যান্ত দু:খিত।

–সুজন: তাহলে কি আর করা যাবে, সাহায্য যখন করবেন না তখন বসে থেকেই লাভ নেই, আমি কেটে পড়ি।

এন.কে.মণ্ডল

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট