ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগী কলকাতা পুরসভা


মঙ্গলবার,২৪/০৯/২০১৯
571

ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগী কলকাতা পুরসভা। স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ শহরের বিভিন্ন প্রান্তে পরিদর্শনে বেরিয়ে পড়ছেন মাঝেমধ্যেই। শুধু স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদই নন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও নিজেই পরিদর্শনে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, শহরকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর লার্ভা দূর করা। এরকমই পরিদর্শনে বেরিয়ে মঙ্গলবার এক উদ্ভূত অভিজ্ঞতার মুখোমুখি হলেন কলকাতার মেয়র এবং ডেপুটি মেয়র। এদিন সকালে দক্ষিণ কলকাতায় ১০ নম্বর বরোয় কেন্দ্রীয় সরকারের সি পি ডব্লু ডি কোয়ার্টারে পরিদর্শনে যান তারা। কোয়ার্টারে বিভিন্ন অংশ পরিদর্শন করে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন তারা।

কোয়ার্টারের বিভিন্ন অংশে জল জমা। পড়ে থাকতে দেখেন ডাবের খোলা, মদের বোতল সহ নোংরা আবর্জনায় ভর্তি। মেয়রের সঙ্গে থাকা আধিকারিকরা পরীক্ষা করে দেখেন সেখানে মশার লার্ভা ভর্তি। এমনকি যখন তাঁরা পরিদর্শন করেছিলেন সেই সময় কোয়ার্টারের উপর থেকে নোংরা আবর্জনা ভর্তি প্লাস্টিক পরে মেয়র ও ডেপুটি মেয়রের সামনেই। যা দেখে হতাশ হতে হয় তাদের। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মেয়র। এটা রাজ্য সরকারের হলে সাসপেন্ড করা হতো বলে জানান মেয়র। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের ক্ষমতার বাইরে। আজকেই চিফ সেক্রেটারি লেভেলে জানাবো এবং তাদেরকে চিঠি পাঠিয়ে ডেকে পাঠাবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট