নিজস্ব প্রতিবেদনঃ এই নিয়ে ছ’নম্বর ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন বার্সেলোনার মহাতারকা।ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভার্জিলফনডিককে টেক্কা দিয়ে ষষ্ঠবারএই সম্মান পেলেন লায়োনেল মেসি।৩২ বছর বয়সি মেসি বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে দলকে সেমিফাইনালেও তোলেন। সোমবার মিলানে ফিফারবর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বেছে নেওয়া হল ফিফার বর্ষসেরা ফুটবলারকে।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বেছে নেওয়া হল ফিফার বর্ষসেরা ফুটবলারকে।
মঙ্গলবার,২৪/০৯/২০১৯
543
বাংলা এক্সপ্রেস---