সোমবার নবান্নে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। দুর্গা পুজোর আগে এটিই রাজ্য মন্ত্রিসভার ছিল শেষ বৈঠক। দুর্গা পুজোর আগে রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠকে এদিন সম্পূর্ণ ব্যাখ্যা করা হয় ষষ্ঠ বেতন কমিশনের। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এদিন পূর্ণ ব্যাখ্যা দেন ষষ্ঠ বেতন কমিশনের। মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার প্রত্যেকেই সবুজ সংকেত দেন ষষ্ঠ বেতন কমিশনের। যার ফলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস হয়ে যায় ষষ্ঠ বেতন কমিশন।সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার প্রত্যেককে নির্দেশ দিয়েছেন নিজের নিজের এলাকায় যাওয়ার। এনআরসি নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে রাজ্যজুড়ে। সাধারণ মানুষের মধ্যে যাতে কোন বিভ্রান্তি তৈরি না হয় সেই কারণেই তিনি নির্দেশ দিয়েছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে একযোগে সারা রাজ্য জুড়ে মানুষকে সঠিক জিনিসটা কে বোঝানোর জন্য।
ষষ্ঠ বেতন কমিশনের ব্যাখ্যা রাজ্য মন্ত্রীসভার বৈঠকে
সোমবার,২৩/০৯/২০১৯
792