দক্ষিণ অন্দ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ুর উপকূলে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটা ঘূর্ণা বর্ত রয়েছে এর সাথে দক্ষিণ বঙ্গের উপরে মৌসুমী অক্ষরেখা একটু শক্তি সালি হবে।এর প্রভাবে আগামী 24 ও 25 তারিখ দক্ষিণ বঙ্গের সব যায় গায় বৃষ্টি হবে। 24 তারিখ দক্ষিণ বঙ্গে উপকূলের জেলা দুই 24 পরগনা ও দুই মেদিনীপুর এর বেশ কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হবে।25 তারিখ পশ্চিমের জেলা পুরুলিয়া,বাঁকুড়া,ঝাড়গ্রাম এ ভারী বৃষ্ঠী হবে। 24 তারিখ উত্তর বঙ্গে উপরের 5 জেলার কয়েক জায়গায় ভারী বৃষ্টি হবে। তারপর পরিমান কমবে। কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আদ্রতা জনিত অস্বস্থি বজায় থাকবে।