নিজস্ব প্রতিবেদনঃ রবিবার টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বনাম দক্ষিন আফ্রিকা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে প্রোটিয়ারা।অধিনায়কোচিত ইনিংসে ৫২ বলে ৭৯ রানে অপরাজিত থাকলেন তিনি। ডি ককের ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছয়। তাঁর পঞ্চাশ এল মাত্র ৩৮ বলে। অধিনায়ক ডি ককের দুর্দান্ত ইনিংস ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
অধিনায়ক ডি ককের দুর্দান্ত ইনিংস ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
সোমবার,২৩/০৯/২০১৯
525
বাংলা এক্সপ্রেস---