অসমে এনআরসি-তে বাদ পড়েছে ১৯ লক্ষ মানুষের নাম। বিজেপির শীর্ষ নেতারা বাংলাতেও এনআরসি চালু করার হুঙ্কার দিচ্ছেন। যা নিয়ে বাংলার রাজনীতি সরগরম। কলকাতার সম্মেলন থেকে অসমে এনআরসিতে নাম বাদ পড়া এবং বাংলার আতঙ্কগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল ইউনাইটেড ব্যুরো অফ হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল। রবিবার সংস্থার রাষ্ট্রীয় সভাপতি রাজ সিং বলেন, বেশিরভাগ মানুষ নিজের অধিকার সম্পর্কে অবগত নয়। মানুষের অধিকার কি আর তা কিভাবে পাওয়া যায় তাই নিয়ে বিগত কয়েক বছর ধরে কাজ করে চলেছে ইউনাইটেড ব্যুরো অফ হিউম্যান রাইটস এন্ড ক্রাইম কন্ট্রোল। রবিবার মল্লিকবাজারে এক ন্যাশনাল স্তরের কনফারেন্সর আয়োজন করা হয়েছিল।
পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে সংগঠনের প্রতিনিধিরা এই কনফারেন্স এ উপস্থিত হয়েছিলেন। এই কনফারেন্স এ বৃক্ষরোপণ, শিশুদের শিক্ষা ও মহিলাদের স্বনির্ভর তিনটি বিষয়ের উপর কাজ করার কথা বলা হয়। আগামীদিনে NRC বা নাগরিকপঞ্জি নিয়ে কাজ করবে এমনটাই জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।কনফারেন্স এ উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় সভাপতি রাজ সিং, রাজ্য সভাপতি মৃগাঙ্ক অগ্রহরি, ভানু প্রতাপ শ্রীবাস্তব সহ অন্যান্যরা।