পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বাজি কারখানায় বিস্ফোরণ


সোমবার,২৩/০৯/২০১৯
596

পশ্চিম মেদিনীপুর:- ফের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ। নিজেদের বসতবাড়ির সঙ্গেই অবৈধ বাজি তৈরীর কারখানাটি রেখেছিলেন ওই দম্পতি৷ রবিবার ভয়াবহ বিস্ফোরনটি ঘোষ ডিহা গ্রামে। বিস্ফোরণ অভিঘাতে পুরোপুরি উড়ে, পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানাটি। ঘটনায় ঝলসে গেছে বাজি কারখানার মালিক হারাধন। গায়েন ও তাঁর স্ত্রী অর্চনা গায়েন। মরণাপন্ন দুজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে কলকাতার এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান দুজনেরই বাঁচার সম্ভাবনা ক্ষীণ, ৮০ থেকে ৯০ শতাংশ ঝলসে গেছে দেহ।৷

গ্রামের বাসিন্দা হারাধন গায়েন নিজের বাড়িতেই বাজি তৈরী করতেন অবৈধ ভাবে৷ গ্রামবাসীদের নিষেধাজ্ঞা সত্বেও এই বাজির তৈরীর কাজ চালিয়ে যাচ্ছিল৷ রবিবার বিকেলে তাঁর বাড়িতে রান্নার গ্যাস থেকে কোনোভাবে আগুন ছড়িয়ে গিয়েছিল৷ সেই আগুন গিয়ে বাড়ির মধ্যে মজুত রাখা বারুদে লেগে যায়৷ তা থেকেই বিস্ফোরণ হয় পরপর৷ বাড়ি থেকে বের হওয়ার সুযোগ দেয়নি হারাধন বাবু ও তাঁর স্ত্রী অর্চনা গায়েন কে৷ বাড়িতে পরপর বিস্ফোরণ ঘটতে থাকে মজুদ বোমাগুলি থেকে৷ গ্রামবাসীরা দ্রুত এসে কোনোভাবে ওই দম্পতিকে উদ্ধার করে প্রথমে কেশপুর হাসপাতালে ভর্তি করে৷ পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে৷ সন্ধ্যা নাগাদ অবস্থার অবমনতি হওয়ায় তাদের কলকাতায় রেফার করা হয়৷ ঘটনার পরে গ্রামবাসীরা অনেক চেষ্টা করে আগুন নিভিয়েছে৷ ঘটনাস্থলে হাজির হয় কেশপুর থানার পুলিশ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট