একে একে সবাই ঘরে ফিরে আসছেন। যারা বিজেপিতে চলে গিয়েছিল তারা সবাই এক এক করে ফিরে আসছেন। তৃণমূল কংগ্রেস ছাড়া কোন গতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোন গতি নেই। আগেও মমতা, মাঝেও মমতা, পিছনেও মমতা। ঘরে ফিরে আসার লাইনে আছেন মুকুল রায়, অর্জুন সিং সহ অনেকেই। তারা তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চাই। তবে দল তাদের নেবে কি নেবে না সেটা দল সিদ্ধান্ত নেবে। নিজের বিধানসভা এলাকা হাবরায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে শনিবার এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এটি মূলত এদিন কটাক্ষ করে বলেন, অর্জুন সিং, মুকুল রায়ের বাড়ির পাশে লেখা হয়েছে “আর একবার ডাকিলেই যাই।”
তৃণমূলে ফেরার লাইনে আছেন মুকুল রায়, অর্জুন সিং: জ্যোতিপ্রিয় মল্লিক
শনিবার,২১/০৯/২০১৯
854