২০১৩ সালে সারদা কেলেঙ্কারী প্রকাশ্যে আসলে তদানীন্তন বিধান নগরের পুলিশ কমিশনার রাজীব কুমারকে Sepcial Investigating Team এর প্রধান করা হয়। ২০১৩ সালের এপ্রিল মাসে সারদা চিট ফান্ডের কর্ণধার সুদীপ্ত সেনকে রাজীব কুমারের টিম গ্রেফতার করে জম্বু -কাশ্মীর থেকে। তারপর ২০১৪ সালে মহামান্য সুপ্রিম কোর্ট চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত সি বি আইকে করার নির্দেশ দেন। দেশের সর্বোচ্চ কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সারদা চিটফান্ডের সব নথি সি বি আই কে তুলে দিতে হয়। তখনই তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার অভিযোগ ওঠে। সারদাকাণ্ডে রাজ্য সরকারের অনেক প্রভাবশালী নেতারা জেলও খেটেছে। তাই আমরা নিশ্চিত রাজীব কুমার সি বি আই হেপাজতে গেলে তৃনমুল কংগ্রেসের মাথাদের নাম সামনে চলে আসবে। স্বয়ং মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর জন্য মেট্রো চ্যানেলে ধর্নাতে বসেছিলেন।
তাই আমরা রাজীব কুমারকে হত্যা করা হতে পারে বলে আশঙ্খা প্রকাশ করছি। “- সোমেন মিত্র , সভাপতি , প্রদেশ কংগ্রেস।