এবার 26 সেপ্টেম্বর লঞ্চের আগে আটটি শহরে পপআপ ইভেন্টের কথা ঘোষণা করল Oneplaus । ভারতীয় বাজারে Oneplaus চলতি মাসেই স্মাট টিভি সহ Oneplaus 7T এবং Oneplaus 7T pro স্মার্টফোন launch লঞ্চের আগে, সংস্থাটি ভারতের শহরগুলি জুড়ে অনুষ্ঠিত পপ-আপ ইভেন্টগুলির কথা ঘোষণা করেছে। ভারতে এই পপ-আপ ইভেন্ট চেন্নাই, দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালোর, কলকাতা, পুনে, আহমেদাবাদ, এবং হায়দরাবাদ সহ ৮ টি শহর জুড়ে অনুষ্ঠিত হবে। আর Oneplaus-এর পপ-আপগুলি 27 সেপ্টেম্বর দুপুর ২ টা থেকে শুরু হবে এবং ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। Oneplaus ব্যবহারকারীরা Oneplaus-এর পপ-আপগুলি দ্বারা নতুন পণ্যগুলির অভিজ্ঞতার পাশাপাশি এই অফলাইন স্টোরগুলির মাধ্যমে কিনতে পরবে। আর গ্রহকরা ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের করলে 1500 টাকার তাত্ক্ষণিক ছাড় পাবেন।
এবার 26 সেপ্টেম্বর লঞ্চের আগে আটটি শহরে পপআপ ইভেন্টের কথা ঘোষণা করল Oneplaus
শনিবার,২১/০৯/২০১৯
880