ধর্ষক যুবকের সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগউঠল এক SI-এর বিরুদ্ধে


শনিবার,২১/০৯/২০১৯
1351

ধর্ষক যুবকের সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগউঠল এক SI-এর বিরুদ্ধে। বাংলাদেশের লালমনিরহাট সংলগ্ন এলাকায় এক ধর্ষণকারীর সঙ্গে সপ্তম শ্রেণির নাবালিকা ছাত্রীর বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। জানাগিয়েছে এই পুলিশ কর্মী ধর্ষণের অভিযোগ না নিয়ে বরং তাদের বিয়ে দিয়েছে। মেয়েটির পরিবার সুত্রে খবর, মেয়েটির বাবা অভিযোগ করেছে যে তাঁদের এক প্রতিবেশীর বাড়িতে স্থানীয় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন শাহিন আলম নামে এক যুবক। তখন তিনি মেয়েকে সেখানে প্রাইভেট পড়াতে দেন।

কিছুদিন পর শাহীন ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি রাজি না হলে শাহীন তার মোবাইলে আগে গোপনে তোলা কয়েকটি ছবি দেখিয়ে হুমকি দেন যে যদি তার প্রস্তাবে রাজি না হলে এসব ছবি এডিটিং করে খারাপ ছবি বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবেন। এই ভাবে মেয়েটিকে ভয় দেখিয়ে ওই যুবক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। তাঁর পারে মেয়েটি অন্তঃসত্ত্বার ঘটনাটি সামনে এলে মেয়েটির বাবা গত ১১ অগাস্ট সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। কিন্তু ওই থানার পুলিশ সুপার এসআই মাইনুল ইসলাম অভিযোগ না নিয়ে মেয়েটির বাবার সঙ্গে ৫০ হাজার যৌতুকের কথা বলেন। যে এই যৌতুকের বিনিময়ে ছেলে পক্ষ বিয়ে করতে রাজি হবে। তাঁর পর এই বিষয় গুলি সমনে আসাই লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়ার পর মাইনুল ইসলাম নামের ওই এসআইকে কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। আর জানাকগিয়েছে জেলার অতিরিক্ত পুলিশসুপার ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট