ছয় বছরের কন্যাকে ধর্ষণ করে খুন করার অপরাধে মৃত্যুদণ্ড সাজা দিল আদালত। এদিন ওডিশার একটি আদালতের প্রধান বিচারপতি বছর দেড়েক আগে ঘটা শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার ঘটনার মামলার রায় দিলেন। এই রায়ে ঘটনায় দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ড সজা ঘোষনা করল ওডিশার এই বিশেষ আদালত। আদালতের তরফ থেকে জানাগিয়েছে ১৭ মাস ধরে শুনানি চলার পর, এদিন মামলার রায় ঘোষণা করেন বিচারক। নাবালিকা ধর্ষণে গত দু-মাসে এই নিয়ে চার জনের মৃত্যুদণ্ড দিল ওডিশার পকসো আদালত। সূত্রে খবর, ২০১৮ সালের ২১ এপ্রিল ধর্ষণ করা হয়েছিল ছ-বছরের ওই শিশুকন্যাকে। বিস্কুট কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই মেয়েটি। তার পর আর সে ঘরে ফেরেনি। পরে, তার নিথর দেহ উদ্ধার হয়। মৃতদেহের ময়নাতদন্তে জানা যায়, খুনের আগে ধর্ষণ করা হয়েছিল ওই শিশুকন্যাকে।
ছয় বছরের কন্যাকে ধর্ষণ করে খুন করার অপরাধে মৃত্যুদণ্ড সাজা দিল আদালত
শনিবার,২১/০৯/২০১৯
755