পুজোর মুখে এক দারুণ সন্ধ্যা উপহার পেতে চলেছেন সঙ্গীতপ্রেমীরা।


শনিবার,২১/০৯/২০১৯
733

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ চারিদিকে উৎসবের মেজাজে, তাঁর আগেই সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। এবার এক মঞ্চে দেখা যাবে বাংলার তিন জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য ও রাঘব চট্টোপাধ্যায়কে। তাঁদের সেই গান, সেই সুর নিয়ে তিনজনেই হাজির হচ্ছেন শনিবার, জিডি বিড়লা সভাঘরে, সন্ধে ৬টায়।জনপ্রিয় গানের পাশাপাশি থাকবে গল্পও। পুজোর মুখে এক দারন সন্ধ্যা উপহার পেতে চলেছেন সঙ্গীতপ্রেমীরা। আধুনিক গান যখন আবার স্বমহিমায়, তখনই এই তিন শিল্পী তাঁদের মতো করে সমৃদ্ধ করেছেন সঙ্গীতকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট