আগামী 23 সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতি। তাদের বিভিন্ন দাবি-দাওয়া শিক্ষা দপ্তর থেকে শিক্ষা মন্ত্রী, এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধানকে জানিয়েও কাজ না হয় নবান্ন অভিযানে যেতে বাধ্য হচ্ছেন বলে জানান সংগঠনের কর্তারা। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের অন্যতম কর্তা বাবলা রায় বলেন, সরকারি প্রতিষ্ঠানে সরকারি কাজ করেও সরকারি স্বীকৃতি না পেয়ে আজো তারা বঞ্চিত।
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে কর্মরত সকল অস্থায়ী কলেজ কর্মচারীদের 60 বছর পর্যন্ত সুনিশ্চিত কর্মসংস্থানের নিরাপত্তা দিতে হবে। তাদের আরও দাবি কর্মরত সকল অস্থায়ী কলেজ কর্মচারীদের সরকারি স্বীকৃতি প্রদান করতে হবে।
সরকারি স্বীকৃতির দাবিতে নবান্ন অভিযানের ডাক ক্যাজুয়াল কলেজ কর্মীদের
শুক্রবার,২০/০৯/২০১৯
745