ক্যাম্পাসে পুলিশ নয়, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য


শুক্রবার,২০/০৯/২০১৯
741

গতকালের পরিস্থিতির জন্য কোনো ভাবেই ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি চান না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ।গতকাল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন ।ABVP র ছাত্র সংসদের নবীন বরণ উৎসবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন ।তিনি আসার পর থেকে বামপন্থী ছাত্র সংগঠনের তরফে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।এরপর শুরু হয় বিশৃঙ্খলা ।চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে বাবুল সুপ্রিয় মাটিতে পড়ে যান ।

এরপর পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানখড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস কে ফোন করেন ।পরিস্থিতি সামাল দিতে ঘটনার স্থানে উপস্থিত হন উপাচার্য সুরঞ্জন দাস ।এরপর ওনার সাথে বাবুল সুপ্রিয়ের কথা কাটাকাটি হয় ।এই পরিস্থিতিতে উপাচার্য সুরঞ্জন দাস অসুস্থ হয়ে পড়েন ।তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য রাজ্যপাল জগদীপ ধানখড়ে ফোন করে উপাচার্যকে ।তবে উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি চান না বলে জানিয়ে দেন ।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটি তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট