NASA-র LRO ল্যান্ডার বিক্রমের অবতরণের জন্য


শুক্রবার,২০/০৯/২০১৯
1189

NASA-র LRO ল্যান্ডার বিক্রমের অবতরণের জন্য সাইটটিতে রয়েছে,  তবে ল্যান্ডারটি এখনও স্পট করতে পারেনি। ভারতীয় মহাকাশ গবেষক ইসরোর চন্দ্রায়ণ -২-এর ল্যান্ডার বিক্রম চাঁদে অবতরণের সময় পৃথিবীর সাথে যোগাযোগ হারিয়েছিল।

আর এই ল্যান্ডার বিক্রমকে খোঁজ পাওয়ার শেষ চেষ্টা চালানো হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা দ্বারা পরিচালিত একটি চন্দ্র কক্ষপথ চন্দ্রায়ান -২ ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিং সাইটের উপরে উঠেছিল। কিন্তু LRO বিক্রমের দেখতে পেলনা। কারণ গত মঙ্গলবার যে সময়ে লুনার রিকনোসায়েন্স অরবিটার পৌঁছেছিল চাঁদের দক্ষিণ মেরুর উপরের কক্ষপথে, তখন সেখানে রাত নেমেআসে। আর সে যেখানে রয়েছে সেখানে চাঁদের ক্রেটারে ভরা, তাই চাঁদের পৃষ্ঠের সাথে দক্ষিণ মেরু অঞ্চলে দীর্ঘ ছায়া নেমে আসে। তাই এই অবস্থায় LRO-এর পক্ষে আর ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ করা সম্ভব হয়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট