অমিতের সঙ্গে বৈঠক শেষে মমতা কি বললেন ?


শুক্রবার,২০/০৯/২০১৯
1878

অমিতের সঙ্গে বৈঠক শেষে মমতা বললেন, অসম এনআরসি থেকে ১৯ লক্ষ বর্জন নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর বুধবার প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার একদিন পরই অমিত শাহের সাথে সাক্ষাত করলেন মমতা। আজ দুপুরে নর্থ ব্লকে বৈঠকে বসেছিলেন দু’জন। আর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আসাম এনআরসি এবং ১৯ লাখ লোককে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। ২০১২ সালের লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার অমিত শাহের সাথে দেখা করছেন এবং তিনি মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বললেন “আমি আসাম এনআরসি-র বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করে একটি চিঠি দিয়েছি। আসামের এনআরসি থেকে ১৯ লাখ লোককে বাদ দেওয়ার বিষয়ে আমি তার সাথে কথা বলেছি, যাদের মধ্যে কয়েকজন হলেন হিন্দি, বাঙালি এবং গোর্খা-ভাষী লোক এবং আসল ভারতীয় ভোটার। তবে আসাম এনআরসি বিষয় নিয়েছিলেন অমিত শাহের সাথে আলোচনা করলেও, বাংলায় এনআরসি-র ব্যাপারে কোন প্রশ্ন তলেনি মমতা বন্দ্যোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট